Collection: হাওড়ের দেশি মাছ

দেশের বিভিন্ন ন্যাচারাল বিল। যেমন- হাওর কেন্দ্রিক বিল, বেলাই বিল, আড়িয়াল সহ বিভিন্ন বিল থেকে কালেক্ট করা মাছ এই ক্যাটাগরিতে পাবেন। মূলত দেশীয় জিওল মাছ, যেমন- দেশি কই, দেশি শিং, দেশি মাগুর, দেশি শোল, দেশি টাকি- এই মাছগুলো পাবেন বিল ক্যাটাগরিতে।